আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে আসতে শুরু করেছে মুকুল। আর মুকুলের আগমনে কর্ম ব্যস্ত হয়ে পড়েছে বাগান মালিক, আম চাসী ও আম ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির বড় নিয়ামক আম, তাই সারাবছরই বাগান পরিচর্যা করলেও মুকুল আসা শুরু হলে বেশি যতœ নিতে দেখা যায় আম চাষীদের। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগান ঘুরে দেখা যায়, আম বাগানে বালাইনাশক […]
↧