শেষ ষোলোর ম্যাচে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এসি মিলান। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোলের লিড নিয়ে জয় নিশ্চিত করে কার্লোস বাক্কা-কেইসুকে হোন্ডারা। জেনোয়ার লুইজি ফেরারিস স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবলে প্রথমার্ধে দু’দলই ছিল সমানে সমান। তবে কেউই কাক্সিক্ষত গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় এসি মিলানের অপেক্ষার ঘটে। […]
The post সাম্পদোরিয়াকে হারিয়ে শেষ আটে এসি মিলান appeared first on দৈনিক গৌড় বাংলা.