সকালে মাঠে এসেই উইকেটে চোখ বুলিয়েছেন বাংলাদেশের কোচ-অধিনায়ক। এরপর বাংলাদেশের অনুশীলনের পরের পুরো সময়টুকু উইকেট থাকল চটে ঢাকা। দুপুরে ইংল্যান্ড দল মাঠে আসার সময়ও উইকেট ঢেকে রাখা। সংবাদ সম্মেলনে আসা আর যাওয়ার পথে কয়েক পলক সেদিকে তাকালেন অ্যালেস্টার কুক। কি রহস্য নিয়ে অপেক্ষায় ওই ২২ গজ? এমনিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টেস্ট উইকেটে কখনই রহস্য […]
The post টার্নিং উইকেট চান মুশফিকরা appeared first on দৈনিক গৌড় বাংলা.