চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তের পদ্মানদীতে বিজিবি’র অভিযানে শুক্রবার দুপুরে ২৫ কেজি রুপাসহ আটক হয়েছে ২জন। আটককৃতরা হলো, সূর্য্যনারায়নপুর গ্রামের আলিমনগরের মৃত নূরুল হকের ছেলে, কবির হোসেন(৩০) ও একই গ্রামের মৃত আব্দুল বাছিরের ছেলে কামরুল হোসেন(৩০)। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আবুল এহসান জানান দুপুর পনে ১টার দিকে সুবেদার মোঃ লুৎফর রহমান এর […]
↧