কুলাঙ্গারটি ধরা পড়েছে শেষ পর্যন্ত। পালিয়ে বাঁচতে পারেনি। ঢাকা থেকে দিনাজপুর, তারপর সেখান থেকে ঠাকুরগাঁও হয়ে নীলফামারী- এভাবে পালাতে পালাতে শেষ পর্যন্ত জনতার সহায়তায় ধরা পড়েছে কিশোরী রিশার খুনী ওবায়দুল। এতে স্বস্তি নেমে এসেছে জনমনে, বিশেষ করে রিশার সহপাঠীরা আশ্বস্ত হয়েছে। তারা আন্দোলন স্থগিত করে পুনরায় ফিরে গেছে শ্রেণীকক্ষে। দেশের মানুষ বুঝেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী […]
↧