হেডিংলি টেস্টে ১০ উইকেট। চেষ্টার লি স্ট্রিটে ৮ উইকেট। দুই টেস্টে শ্রীলংকার বিপক্ষে ১৮ উইকেট তুলে নিয়েছেন আইসিসি টেস্ট র্যাংকিংয়ে এক নম্বরে থাকা জেমস অ্যান্ডারসন। ১১৫ টেস্টে তিনি তুলে নিয়েছেন ৪৫১ উইকেট। বলা বাহুল্য ৩৪ বছর বয়সী অ্যান্ডারসন ফিট থাকলে ক্যারিয়ার প্রলম্বিত করবেন। তাতে হয়তো অ্যান্ডারসন ধরে ফেলবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে। স্বয়ং ম্যাকগ্রাই বলছেন, […]
The post অ্যান্ডারসন ভাঙতে পারে আমার রেকর্ড: ম্যাকগ্রাই appeared first on দৈনিক গৌড় বাংলা.