সিরিয়ার আলেপ্পো নগরীর বাইরে একটি গুরুত্বপূর্ণ সড়কের ওপর একটি বাসে গতকাল শুক্রবার সরকারি বাহিনীর হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ একথা জানায়। ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ওই সড়কে ব্যাপক হামলায় কমপক্ষে আটজন নিহত হয়। ক্যাস্টেলো সড়ক হচ্ছে বিদ্রোহীদের প্রধান সরবরাহ পথ। গত বুধবার এ সড়কেই সরকারি বাহিনী একটি […]
The post সিরিয়ায় বাসে সরকারি বাহিনীর হামলায় ১০ জন নিহত appeared first on দৈনিক গৌড় বাংলা.