ভারতে টানা বর্ষণে ছয়টি রাজ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত কয়েক সপ্তাহে প্রায় ৬শ’ লোকের প্রাণহানি হয়েছে। এতে কয়েক হাজার ঘরবাড়ির ব্যাপক ক্ষতি এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খবর সিনহুয়া’র। ভারতে জুলাই থেকে আগস্ট মাসকে বর্ষা মৌসুম ধরা হয়। গণমাধ্যমের খবরে দেখা গেছে, দিল্লীর কিছু এলাকা ও পাশের নইদা শহরসহ দেশের বিভিন্ন স্থানে […]
The post ভারতে বন্যা ও ভূমিধসে প্রায় ৬শ’ লোকের প্রাণহানি appeared first on দৈনিক গৌড় বাংলা.