নরওয়ের বার্জেন নগরীর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা একথা জানিয়েছে। এর আরোহীদের ১১ জন নরওয়ের, একজন ব্রিটিশ ও একজন ইতালির নাগরিক। এই ঘটনায় জীবিত কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করা হলেও কয়েকঘন্টার মধ্যেই তা শেষ করা হয়। এদিকে নরওয়ের বেসামরিক বিমান কর্তৃপক্ষ যে ধরনের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে […]
The post নরওয়েতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৩ appeared first on দৈনিক গৌড় বাংলা.