গ্রিসের লেসবসে অবস্থিত শরণার্থী শিবির পরিদর্শন করবেন পোপ ফ্রান্সিস। লেসবসের ওই শরণার্থী শিবিরে অন্তত ৩ হাজার অভিবাসন প্রত্যাশী আশ্রয় বা দ্বীপান্তরের জন্য অপেক্ষায় আছেন। গত কয়েক বছরে ইউরোপে প্রবেশ করতে ব্যর্থ হয়ে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা এই আশ্রয়কেন্দ্রে রয়েছেন। ভ্যটিকান থেকে জানানো হয়েছে, পোপ পাঁচ ঘণ্টার জন্য এই শরণার্থী শিবির সফর করবেন। তার […]
The post শরণার্থী শিবির পরিদর্শন করবেন পোপ appeared first on দৈনিক গৌড় বাংলা.