ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ পুরদাস্তান বলেছেন, সিরিয়ায় সম্প্রতি ইরানের চার সামরিক উপদেষ্টা শহীদ হয়েছে। এদের সহায়তায় সিরিয়ায় দুইশ’ সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি। নিহত কমান্ডোরা সবাই সেনাবাহিনীর ব্রিগেড ৬৫’এর সদস্য এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয় বাহিনীকে পরামর্শ দেয়ার মিশনে তারা নিয়োজিত ছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, আলেপ্পোর দক্ষিণে আন-নুসরাসহ […]
The post সিরিয়ায় ইরানের ৪ কমান্ডো শহীদ: ২০০ সন্ত্রাসী নিহত appeared first on দৈনিক গৌড় বাংলা.