রাশিয়ার উত্তর ককাসের কাছাকাছি স্ট্রাভরোপল এলাকায় একটি গ্রামে ৩ জন আত্মঘাতী বোমারু হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এই সংবাদ জানিয়েছে। তবে ঐ হামলায় কেউ হতাহত হন নি। বরং ৩ হামলাকারী নিহত হয়েছেন। তবে পুলিশ ধারণা করছে, স্থানীয় পুলিশ স্টেশন লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল।
The post রাশিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৩ হামলাকারী appeared first on দৈনিক গৌড় বাংলা.