নওগাঁর নিয়ামতপুরে মন্ত্রীর বাড়িতে ১৭টি গোখরো সাপের বাচ্চা মারা পড়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবারে দু’দফায় উপজেলার সদর ইউনিয়নের গুড়িহারী শালবাড়ির মরহুম আব্দুল কাদের মন্ত্রীর বাড়িতে গোখরো সাপের বাচ্চাগুলো মারা পড়ে। মরহুমের ছেলে মুর্শেদ বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার ঘরে ৯টি গোখরো সাপের বাচ্চা মারা হয়। তারপর ভয়ে আমরা কেউ ঘরে যায়নি। […]
↧