প্রেগন্যান্সি নিয়ে প্রথাগত বেশকিছু ধারণা ভেঙে দিয়েছেন কারিনা কাপুর। সেই বিষয় নিয়েই এবার বই লিখছেন তিনি। সেখানে যেমন কুসংস্কার তুলে ধরবেন, তেমনি এই সময় কী কী করা উচিত সে সবও থাকবে। কারিনা নিজের প্রেগন্যান্সি নিয়ে বেশ সরব ছিলেন। গর্ভাবস্থায়ও কাজ করে গিয়েছেন। র্যাম্পে হেঁটেছেন। তার মতে, এটা তো অসুখ নয়। তা হলে আমি বাড়িতে বসে […]
↧