চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক আদিবাসী কথিত কবিরাজের বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে নাচোল থানায় মামলা দায়ের হয়েছে। নাচোল থানায় দাখিলকৃত এজাহারসূত্রে জানাগেছে, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার নেজামপুর ইউপির ধরইল গ্রামে কথিত এক কবিরাজের বাড়িতে রোগ সারানোর জন্য ঝাড়ফুক নিতে গিয়ে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউপির এক গৃহবধু ধর্ষণের শিকার হন। ওই কবিরাজ নেজামপুর ইউপির ধরইল গ্রামের মৃত […]
↧