এ বছর বিশ্বজুড়ে মোট ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউথ বর্ডার্স (আরএসএফ)। নিহত পেশাদার ও অপেশাদার সাংবাদিকদের এ তালিকায় বাংলাদেশের নিহত ৪ ব্লগারও রয়েছেন। বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয়তায় বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ‘নাগরিক সাংবাদিকদের’ জন্য ভীষণ বিপজ্জনক। সংগঠনটি সতর্ক […]
The post ২০১৫ সালে বিশ্বব্যাপী নিহত ১১০ সাংবাদিক appeared first on দৈনিক গৌড় বাংলা.